৮ নং ওয়ার্ড যুবলীগ কর্তৃক আয়োজিত শোক দিবস পালিত।

- আপডেট সময় : ১২:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

বিশ্বনাথ সাহা বিশু রিপোর্ট
ময়মনসিংহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এই দিনে ৮ নং ওয়ার্ড যুবলীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহিত উর রহমান শান্ত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভি পি রাসেল পাঠান, হিমন পাল খোকন দীপেশ সরকার, জয়ন্ত দেব জয়। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন অমিত সরকার সাধারণ সম্পাদক ৮ নং ওয়ার্ড যুবলীগ। বক্তারা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সকল নেতাকর্মীদের এক যুগে কাজ করার আহ্বান জানান। উক্ত অনুষ্ঠানটিতে সঞ্চালনা করেন ৮ নং ওয়ার্ড যুবলীগ নেতা, দীপক সরকার রাজীব, রঞ্জিত সরকার। দোয়ার পরে বিভিন্ন খেটে খাওয়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।