মোঃ শাহাদাত হোসেন স্টাফ রিপোর্টার।
শনিবার মহাসমাবেশ পন্ড এবং সেখানে তাদের কথিত পুলিশের হামলার প্রতিবাদে সারা দেশে ঢাকা সকাল সন্ধ্যা হরতাল শেষ হয়েছে। হরতালে রাজধানীতে কয়েকটি ঝোটিকামিছিল ছাড়া বিএনপি’র তেমন কোনো তৎপরতা ছিল না। এবার নুতন করে একুত্রিশ অক্টোবর থেকে দোসরা নভেম্বর পর্যন্ত অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। নিরুত্তাপ হরতালের পর অবরোধ কর্মসূচি কতটুকু সফলতাহবে তা নিয়ে এক ধরনের সংশয় আছে কারণ এর আগে টানা কয়েক বছর অবরোধ পালন করেও দলটি সরকারকে ক্ষমতা হতে নামাতে পারেনি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটক এবং অন্যান্য নেতাদের বাসায় আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযান নিয়ে আজ রোববার দিনভর উত্তাপ ও উৎকণ্ঠা ছিল তবে হরতালের সমর্থনে নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি। এখন তাদের এই অবরোধকতটুকু সফলতা তাদের জন্য বয়ে আনবে এটা নিয়ে তাদের নিজেদের ভিতরেও সংশয় পোষণ করছেন। নাম না জানানো শর্তেবিএনপির এক কর্মকর্তার সাথে মুঠফোনে যোগাযোগ হলে তিনি জানান কর্মীদের চাঙ্গা রাখতেই তাদের এই কর্মসূচি।