সিলেট লোহার পাইপ পড়ে সেনাসদস্যের মৃত্যু তদন্ত কমিটি গঠন,

- আপডেট সময় : ০৫:০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩ ৫৯ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেট সিটি সুপার মার্কেটের এইভবনের লোহার পাইপ পড়ে গত শনিবার এক সেনা সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে এক সেনাসদস্যের মৃত্যুর ঘটনায় গতকাল শনিবার সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। কমিটি গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই আবার তদন্ত কমিটি অনিবার্য কারণে পূর্ণ গঠন করা হয়েছে বলে জানিয়েছে সিসিক কর্তৃপক্ষ। পুর্নগঠন করা তদন্ত কমিটিকে আগামী ৭২ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সিটি করপোরেশনের এক কর্মকর্তা বলেন গতকাল রাতে দায়ের হওয়া মামলায় তদন্তের দায়িত্বে থাকা সিটি করপোরেশনের দুই প্রকৌশলীর নাম থাকায় তাঁদের বাদ দিয়ে আজ রোববার তদন্ত কমিটি পুনর্গঠন করা হয়েছে।
জানা যায় দেলোয়ার হোসেন নামের এক সেনাসদস্য আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সেনা সদস্য দেলোয়ারের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন।