সিলেটের নাজির বাজারে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহতদের ১২,

- আপডেট সময় : ১২:০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩ ১০৩ বার পড়া হয়েছে

সিলেট বিভাগীয় প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমার নাজির বাজারে বালুবাহী ট্রাক শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে ১৪জন নিহত হয়েছেন নিহতের সংখ্যা আরো বাড়তে পারে পারে বলে জানা যায়।
নিহতদের মধ্যে ১২ শ্রমিকই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা যায়। এছাড়া রয়েছেন হবিগঞ্জের এক নারী ও নেত্রকোনার একজন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। তাদেরকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল ভর্তি করা হয়েছে তাদের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (৭জুন) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার গছিয়া গ্রামের মোঃ সিজিল মিয়া (৫৫) পাতাইয়া কাইমা গ্রামের মৃত ছলিম উদ্দিনের ছেলে একলিম মিয়া (৫৫) আলীনগর গ্রামের মৃত শিশু মিয়ার ছেলে হারিছ মিয়া (৬৫) ভাটিপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সৌরভ মিয়া (২৭) ভাটিপাড়া গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে সায়েদ নূর (৫০) একই গ্রামের শাহজাহান মিয়ার ছিলে বাদশা (২২) ভাটিপাড়া গ্রামের মৃত সজিব আলীর ছেলে রশিদ মিয়া (৫০) একই গ্রামের শমসের নূরের ছেলে মেহের (২৫) ও মধুপুর গ্রামের সোনা মিয়ার ছেলে দুদু মিয়া (৪০)।
এছাড়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার বাবনগাঁও গ্রামের শাহীন মিয়া (৪০) একই উপজেলার তলের পতন গ্রামের মৃত আমান উল্যাহ ছেলে আওলাদ হোসেন (৫০) মুরাদপুর গ্রামের মৃত হারুন মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬) হবিগঞ্জের চুনারুঘাটের হলদিপাড়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী আমিনা বেগম (৪৫) এবং নেত্রকোনার বারহাট্টা থানাধীন দশদার গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে আওলাদ মিয়া (৪০) মারা গেছেন।
সিলেটের জেলা প্রশাসক মজিবর রহমান জানান, সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার সুদিপ দাস জানান, সড়ক দুর্ঘটনায় নারী পুরুষসহ ১৪জন নিহত হয়েছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।