সারা দেশে একদিনে ডেঙ্গুতে রেকর্ড ১৯ জনের মৃত্যু,

- আপডেট সময় : ০৩:৪৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ৪৯ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
সারা দেশে একদিনে ডেঙ্গুতে মারা গেছেন এপর্যন্ত ১৯জন, এখন পর্যন্ত সারা দেশে ১৭৯২ জন ডেঙ্গু জ্বরে শনাক্তের খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার ১৯ শে জুলাই সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ১৭৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০০২ জন। আর ঢাকার বাইরে আরো ভর্তি হয়েছেন ৮৭০ জন। বুধবার ১৯জুলাই স্বাস্থ্য অধিদপ্তর হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বর্তমান দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ৫৫২জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালের ৩ হাজার হাজার ৫৫২ জনজন ডেঙ্গু রোগীচিকিৎসাধীন রয়েছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৩ হাজার ৩৭০ জন এবং অন্যান্য বিভাগে হাসপাতালে ২১৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২৫ হাজার ৭৯২ জন রোগী ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ১৬ হাজার ৯৮ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৯৩৯৪ জন। আক্রান্তদের মধ্যে হাসপাতাল হতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ৯৪ জন। ঢাকার বাহিরে ৭১৭৯ জন জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৪৬ জন।