মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে,

সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়ছে।বুধবার ৮ নভেম্বর ২০২৩ খ্রি. তারিখ সকাল ১১.০০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, পঞ্চগড়- এ পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’’ এর আওতায় পরিবহন শ্রমিক/চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বর্ণিত প্রশিক্ষণ কর্মশালায় বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল কাদের এর সভাপতিত্বে

রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ), পঞ্চগড় মো: শফিকুল ইসলাম(সদ্য পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত), সিভিল সার্জনের কার্যালয়, পঞ্চগড় এর মেডিকেল অফিসার ডা. এস, এম, শরীফ আফজাল, বিআরটিএ, পঞ্চগড় এর পরিদর্শক মো: রেজোয়ান শাহ।

কর্মশালায় শব্দদূষণের উৎস, ক্ষতিকর প্রভাব ও নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে প্রেজেন্টেশন উপস্থাপন ও সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী। কর্মশালায় পঞ্চগড় জেলার এক শতাধিক পরিবহন শ্রমিক/চালক উপস্থিত ছিলেন।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন