পঞ্চগড় জেলায় তেতুলিয়া সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, ব্র্যাকSELPএর গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ,রবিবার ১২/১১/২৩ ইং রাত ৭ টায় তিরনই হাট ইউপি অন্তর্গত ভোলাজোত,তালুকবাড়ি গ্রামে জনসচেতনাতামুলক যৌতুক, বাল্য বিবাহ নিয়ে তেতুলিয়ার ব্র্যাকের উদ্যোগে মহানন্দা নাট্যদলের গণনাটক প্রদর্শন, নাটকটি মঞ্চস্থ হয়
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ
সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, পল্লী সমাজের সদস্যবৃন্দ, স্বপ্নসারথি দলের সদস্যবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিএম(লিগ্যাল) মোঃ এনামুল হক। নাটকের নাম “বদলে যাবার দিন”। এই নাটকের মধ্যে বাল্যবিয়ের কুফল তুলে ধরা হয়। নারী নির্যাতনের মূল কারণ যে বাল্যবিবাহ, এই নাটকে তার প্রতিফলন রয়েছে। উপস্থিত সকলে গণনাট্য প্রদর্শনের ভূয়সী প্রশংসা করেন এবং তারা এমন সচেতনতামূলক গণনাটক বেশি বেশি প্রদর্শন করার জন্য অনুরোধ করেন।