গোপালগঞ্জ প্রতিনিধি
টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন আগামী ১৮ অক্টোবর। দিবসটি উদযাপনে জেলার টুঙ্গিপাড়া শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কেন্দ্রের তত্ত্বধায়ক শীলা সাহা বাসসকে জানান, কর্মসূচির মধ্যে রয়েছে- রচনা, আবৃত্তি প্রতিযোগিতা, কেক কাটা, দেয়ালিকা প্রকাশ, দোয়া-মোনাজাত ও শিশুদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন।
তিনি বলেন-শেখ রাসেলের জন্মদিনের উৎসব উদযাপনের জন্য আমরা ইতিমধ্যে কর্মসূচি শুরু করেছি। শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে আন্তঃনিবাস ফুটবল লীগ শুরু হয়েছে। এতে কেন্দ্রর চারটি দল অংশ নিয়েছে।