রাজারহাটে এক ইউপি সদস্য পর্ণগ্রাফি ধারন করে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন,

- আপডেট সময় : ০৮:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ৩৯ বার পড়া হয়েছে

মোঃ ইউসুফ খান বিশেষ প্রতিনিধি,
রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের ৬ নং ওয়াডের ইউপি সদস্য নজির হোসেন পর্ণগ্রাফী করে প্রতি পক্ষ হেরে যাওয়া প্রার্থী শাহজাহান আলীকে ফাঁসানোর জন্য তার মোবাইল ফোনে অন্যের মাধ্যমে পর্ণগ্রাফ ছবিটি পাঠায়।বিষয়টি পুরো এলাকায় প্রকাশ পেলে এতে ইউপি সদস্য ক্ষিপ্ত হয়।
এরই সুবাদে নজির হোসেন প্রতিপক্ষ শাহজাহান আলী সহ ছয় জনের বিরুদ্ধে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন।মামলা ও পর্ণগ্রাফীর সাজানো তথ্য ফাঁস হওয়ায় নাজিম খাঁ ইউনিয়নের সর্ব স্তরের সনগণ ইউপি সদস্য নজির হোসেনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।এবং গত সোমবার নাজিম খাঁন বাজারে ঐ সদস্যের বিরুদ্ধে সর্ব স্তরের জনগণ মানব বন্ধন করে শাস্তির দাবী ও ইউপি সদস্যের পদ হতে বহিস্কারের দাবী জানান।প্রতিপক্ষ শাহজাহান আলী ঐ সদস্যের শাস্তির দাবীর জন্য পুলিশ সুপার কুড়িগ্রাম,জেলা তথ্য অফিসার কুড়িগ্রাম,উপজেলা নির্বাহী অফিসার রাজারহাট সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।