শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে বিএইচ পি,

রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান মহাসচি ড.সুফিসাম সামস্ সাগর বি এইচ পি, কাজটি হয়ত কঠিন হবে কিন্তু অসম্ভব নয়। বিএইচপির নেতাকর্মীদের এই কঠিন কাজটি করতে হবে। দেশের ১০% শোষণকারীদের শোষণের বিরুদ্ধে ৯০% শোষিত বঞ্চিত মানুষকে সচেতন করে তুলতে হবে। বিগত ১৬ বছরে এই শোষণকারীরা ১১ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। এই পাচারকারীরা দেশের শত্রু, দেশের মানুষের শত্রু।দেশে সম্পদের অভাব নেই। টাকার অভাব নেই। কর্মক্ষম মানুষের অভাব নেই। অভাব শুধু মানুষের প্রতি মানুষের ভালোবাসার। অভাব শুধু সততার, অভাব শুধু দেশপ্রেম আর জাতীয় ঐক্যের।স্বাধীন দেশে কেউ মেজরিটি-মাইনরিটি নয়, সকলেই মর্যাদাসম্পন্ন নাগরিক। এই মর্যাদাসম্পন্ন নাগরিকদের হিংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।কোন টাকাওয়ালা পুঁজিপতির সন্তান মিছিল-মিটিং করে না। পুলিশের সাথে সংঘাত-সংঘর্ষে লিপ্ত হয় না। কোন টাকাওয়ালা পুঁজিপতির সন্তান পুলিশের সিপাহির চাকরি করেন না।যারা মিছিল-মিটিং করে, পুলিশের সাথে সংঘাত-সংঘর্ষে লিপ্ত হয়, তারা শোষিত বঞ্চিত পরিবারের সন্তান। একইভাবে যারা পুলিশের সিপাহি চাকরি করেন তারাও ৯০% শোষিত বঞ্চিত পরিবারের সন্তান।দেশের ১০% শোষণকারী ৯০% শোষিত বঞ্চিত পরিবারের যুবকদের (রাজনেতিক কর্মী ও পুলিশের সিপাহি) ব্যবহার করে ক্ষমতাসীন হন। ক্ষমতাসীন হয়ে তারা ৯০% পরিবারকে শোষণ করেন। দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ লুন্ঠন করে বিদেশে পাচার করেন।শোষণকারীদের এই নিষ্ঠুরতা থেকে বেরিয়ে আসতে হবে। ৯০% শোষিত বঞ্চিত পরিবারকে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন