রাজধানীর ওয়ারিতে মধ্যরাতে আগুন,

- আপডেট সময় : ০২:৫১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ ৬৩ বার পড়া হয়েছে

মোঃ সাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
রাজধানীর ওয়ারিতে মধ্যরাতে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করেছে। ১৮ই এপ্রিল রাত আনুমানিক ১ঃ৫০ মিনিটের সময় ভয়াবহ আগুন লাগে ওয়ারী পুলিশ ফাঁড়ির বিপরীত দিকের একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এক সাথে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রফিক আল ফারুক খবরটি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার রাত ১ঃ৫০ মিনিটের সময় পোস্ট অফিসের গলির ভিতরে পুলিশ ফাঁড়ির সামনে হঠাৎ ট্রান্সফর্মার ব্লাস্ট হয়ে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। এরপরে সামনে থাকা বেবি শপ নামের শোরুমের ধোঁয়া দেখতে পায়, পরে দ্বিতীয় তলায় আগুন ছড়িয়ে পড়ে, ঐ এলাকায় আগুন লাগায় আবাসিক এলাকার লোকজন সব রাস্তায় বেরিয়ে আসে। বেশ কয়েকদিন ধরে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় এইরকম কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভয়াবহ অগ্নিকাণ্ড সর্বস্বান্ত হয়ে গেছে বঙ্গবাজার ও নিউ মার্কেটের ব্যবসায়ীরা।