শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

যাত্রাবাড়ী অনাবিল নামে একটি বাসে আগুন

যাত্রাবাড়ী অনাবিল নামে একটি বাসে আগুন, বিএনপি’র চতুর্থ ধাপে অবরোধ সারা দেশব্যাপী চলছে। এরমধ্যে ১১ই নভেম্বর রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটের সময় একদল দুর্বৃত্ত এসে গাড়িটিকে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালাহা বিন জসিম। তিনি জানান ঘটনার পরপরই আমরা ছুটে যাই এবং স্থানীয় জনগণের জিজ্ঞাসাবাদে তারা বলে যে বাসটি যাত্রাবাড়ীর মোড়ে এলে। একদল দুর্বৃত্ত গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আমরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হতাহত হয়নি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন