শনিবার ১৮ মার্চ দুপুর ১১টায় কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিৎলিয়া মেরিট কেয়ার কিন্ডারগার্টেন স্কুলের আয়োজনে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১৮ জন শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে হাজী একরাম উল্ল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি মুজিবুর রহমান রঞ্জু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুর রব শামীম, নুরুল হক, মাসুূদুর রহমান, মেরিট কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হক ও সাইফুর রহমান।