নূর হোসাইন ,বিশেষ প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৩ শনিবার মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটি ও স্বাধীনতা সংসদ এর যৌথ উদ্যোগে রাজধানীর কাকরাইলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অফ বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে মুক্তিযোদ্ধা যুব কমান্ড এর ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বিশ্ব শান্তির অগ্রদূত, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার কারিগর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার , মুক্তিযুদ্ধের চেতনার সরকার” শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা কে.এস.এন.এম জহুরুল ইসলাম খান। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ খয়রাত আলী। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান। ইঞ্জিনিয়ার মোঃ শামসুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক শহীদ সন্তান শেখ নজরুল ইসলাম। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, শামসুন্নাহার মায়া। ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, মোহাম্মদ আহসান হাবীব। সংস্কৃতি বিষয়ক সম্পাদক বিশিষ্ট বাউল শিল্পী, মেঘলা সরকার। কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী সদস্য, মারিয়া খান শিমুল। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মেহেদী হাসানসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকলের প্রতি উদাত্ত আহবান জানা। মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টু বলেন আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় যেন কোনভাবেই স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে আমাদের সর্বাত্মকভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সারা বাংলাদেশের যুব সমাজের অহংকার বীর মুক্তিযোদ্ধার সন্তান বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রাজপথের লড়াকু সৈনিক মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ জাফর ইকবাল নান্টু।