বিএনপি’র ঢাকা অবরোধ মিরপুর ১০ নম্বর গোল চত্বরেপ্রজাপতি গাড়িতে আগুন বিএনপি’র চতুর্থ ধাপে আজ সকাল হতে মঙ্গলবার সকাল পর্যন্ত ৪৮ ঘন্টা অবরোধ চলছে। এরমধ্যে মিরপুর ১০ নম্বর এলাকায় প্রজাপতি নামে একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ফায়ার সার্ভিস সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গাড়িটি গুলিস্তান হতে মিরপুর ১০ নম্বর কোর্ট চত্বরে আসার পরে। একদল দূর্বৃত্ত বাসে আগুন ধরিয়ে দেয়। বাঁচে লোকজন কম থাকায় তাড়াতাড়ি তারা নেমে যায়। এই পর্যন্ত কোন হতাহত খবর পাওয়া যায়নি।