মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

মালিবাগ ফ্লাই ওভারে ও কমলাপুরে বাসে আগুন,

মোঃশাহাদাত হোসেন স্টাফ রিপোর্টার,

 

রাজধানী মালিবাগ মৌচাক ফ্লাই ওভার বলাকা পরিবহনের পাশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া কমলাপুর  বিআরটিসি বাসেও আগুন দেওয়া হয়। শনিবার ২৮ শে অক্টোবর বিকাল চারটার দিকে বাস তুলিতে আগুন দেওয়া হয়। মালিবাগ ফ্লাই ওভার এর নিচে রাস্তায় পুলিশের বেরিকেট ও ও বিএনপি’র কর্মীদের মধ্যে সংঘর্ষের কারণে বলাকা পরিবহন বাসটি ফ্লাইওভার দিয়ে রামপুরা সড়কে চলে যেতে চায়। কিন্তু মৌচাক মোড়ে ঠিক উপরে লাঠি সোটা হাতে একদল যুবক বাসের গতি রোধ করে ভাঙচুর করে। একসময় বাসে থাকা যাত্রীরা হুড়াহুড়ি করে নেমে যান। একপর্যায়ে হামলা চালিয়ে বাসটিতে আগুন জ্বালিয়ে দেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান বিকেলে বিআরটিসি বাসে আগুনের ঘটনায় ফায়ার ইউনিট ঘটনা স্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি জানান বাস দুটি কিভাবে আগুন লেগেছে সেই তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এর আগে দুপুর আড়াইটার দিকে পুলিশের বাধার মুখে বিএনপি’র নয়া পল্টনে সমাবেশ পন্ড হয়ে যায়। ধাওয়া খেয়ে নেতাকর্মীরা চারদিকে ছড়িয়ে পড়ে নয়াপল্টনে এবং আশেপাশে অন্য স্থানে বিএনপি ও পুলিশ আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ হয় এসব ঘটনায় বিএনপি’র বহুতনেতা কর্মীরা পাশাপাশি পুলিশ ও সাংবাদিকরা আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছেন। ৪১ জন সদস্য এ পর্যন্ত আহত হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন