পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলায় মলম পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন তেতুলিয়ায় ভজনপুর ডিগ্রী কলেজের মোঃ রাকিব আল হাসান (২১) নামে এক শিক্ষার্থী।তিনি ভজনপুরে ডিগ্রী কলেজের এইচ.এস.সি শিক্ষা র্থী বলে জানান,
এ ঘটনায় বাবার অসুস্থতার চিকিৎসার জন্যে
জমি বিক্রির ৬৮ হাজার টাকা হারিয়েছেন । রবিবার (৫ নভেম্বর ) দুপুরে তাকে
অসুস্থ অবস্থায় তেতুলিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সএ পুরুষ বিভাগে পুলিশের সহযোগীতা ভর্তি করা হয়েছে।
তিনি পঞ্চগড় সদর থানার – সদর ইউনিয়ন অন্তর্গত
গ্রাম কয়েতপাড়া গ্রামের বাসিন্দা
ওলিয়ার রহমান ছেলে।
একজন প্রত্যক্ষদর্শী অটো চালক মোঃ রুবেল জানান,তিনি তেতুলিয়া মহাসড়ক দিয়ে অটো নিয়ে যাওয়ার পথে ডাহুক সেতু সড়কের পাশে একজনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে দ্রুত খবর দিলে উদ্ধার করে
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ ভর্তি করেন। মলম পার্টির খপ্পরে রাকিব হাসান বর্তমান পুরুষ বিভাগে তিনি চিকিৎসাধীন রয়েছে। পরে তার পরিবারকে ফোনে এ ঘটনা খবর প্রেরন করা হয়। এ বিষয়ে তেতুলিয়া হাই ওয়ে ফাড়ি ওসি মোঃ জাকির হোসেন জানান,ফোন পেয়ে সড়কে পড়ে থাকা অচেতন ব্যক্তিকে উদ্ধা র কর মেডিকেলে ভর্তি করা হয়েছে।