ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শহীদ সারোয়ারুল আলম নোমানের ২৮ তম স্মরণ সভায়,

- আপডেট সময় : ১১:৪২:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

মোঃকামরুজ্জামান মিন্টু ময়মনসিংহ জেলা প্রতিনিধি
এক হৃদয়াবেগ বক্তব্যে নিজেও কাঁদলেন এবং কাঁদালেন সবাইকে ৷গগন বিদারী চিৎকার আর হৃদয় নৃংরানো ভালোবাসার অমৃত সুধায় অডিয়েন্স তখন স্তব্দ ,একটি ফুটন্ত গোলাপের অকালে ঝরে পরার করূণ কাহিনী কেমন ভূলে যাই তোমায় , তুমি ছেড়ে চলে গেলে রেখে গেলে তুমার রাজপথের স্মৃতি , তোমাকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো হলোনাতো কিছু ! নিজের অজান্তেই চোখের লোনা জল ঠোঁটের উপর দিয়ে আছড়ে পরছে ৷
গতকাল ১৬.৭.২৩ই রোজ রবিবার বিকাল চারটায় তারেক স্মৃতি অডিটোরিয়ামে
স্বরণ সভায় বক্তব্য রাখছেন ,
ময়মনসিংহের ছাত্র রাজনীতির জীবন্ত কিংবদন্তি, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠের গীতিকাব্য, জয় বাংলা শ্লোগানের নিপুন কারিগর, আনন্দমোহন কলেজের সাবেক ভিপি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাধারন সম্পাদক, জননেত্রী শেখ হাসিনার প্রত্যয়ী দৃপ্ত আলোকবর্তিকা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দুই বারের বিপ্লবী সাধারন সম্পাদক ও ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি, রাজপথের লড়াকু কবিতা, অবিনাশী গান জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল তার প্রিয় শিষ্য, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ারুল আলম নোমানের স্মরণ সভায় নিজে কাঁদলেন , কাঁদালেন সবাইকে, নোমান বেঁচে থাকুক হৃদয়ের গহীন ভিতরে, জয় বাংলা শ্লোগানের বজ্র নিশানায়..!!!
বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ জেলা শাখার সাবেক সভাপতি শহীদ সারোয়ারুল আলম নোমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে গতকাল এই সভা অনুষ্ঠিত হয়………………………………………………………………। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে এবং জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী ও মুক্তাগাছা আসনের সংসদ সদস্য কে এম খালিদ বাবু.
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের এমপি মনিরা সুলতানা মনি, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র জননেতা ইকরামুল হক টিটু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাফসির আলম রাহাত