আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি,
টাঙ্গাইলের মধুপুরের কুড়ালিয়া বড়বাড়ির সূর্য সন্তান, সাদা মনের মানুষ, শিক্ষার এক আলোক বর্তিকা, মধুপুরের অহংকার,, স্বনামধন্য মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আলোর দিশারী প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ মো. নূর রহমান ১৯৭২সাল থেকে অধ্যাবদী সভাপতির পদে বহাল থাকা অবস্থায় বুধবার (১৬ আগস্ট ) ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। । মরহুমের প্রথম জানাজার নামাজ তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক এমপি, অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের বড় ছেলে শফিকুল ইসলাম টিটু, ভাতিজা শোয়েব আহমেদ রাজু, মাহফুজুল আজম রোমেল সহ পরিবারের লোকজন এবং তার অসংখ্য শুভানুধ্যায়ীগন উপস্হিত ছিলেন। মরহুমের ২য় জানাজা নামাজ মধুপুরের কুড়ালিয়া বড়বাাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছরোয়ার আলম খান আবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সফি উদ্দিন মনি, কুড়ালিয়া ইউপি চেয়ারমম্যান আঃ মান্নান, বিএনপির কেন্দ্রিয় কমিটির সদস্য এডভোকেট মোহাম্মদ আলী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্হানে মরহুমের লাশ দাফন করা হয়। দাফন শেষে মোনাজাত করেন মরহুমের ভাতিজা: মোঃ লু্টফুল আজম রানা।