মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

বোদা থানা বার্ষিক পরিদর্শন করেছেন পুলিশ সুপার,

পঞ্চগড় জেলা প্রতিনিধি- মোঃখাদেমুল ইসলাম

 

 

পঞ্চগড়ে পুলিশ সুপারের
বোদা থানা বার্ষিক পরিদর্শন করেন।

বৃস্পতিবার ২১ সেপ্টেম্বর/২০২৩ বিকাল ০৩:৩০ ঘটিকায়, বোদা থানা বার্ষিক পরিদর্শন করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার, এস,এম, সিরাজুল হুদা পিপিএম ।
পুলিশ সুপার বোদা থানায় পৌঁছালে বোদা থানার একটি চৌকস দল মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান, বোদা থানা অফিসার ইনচার্জ,ওসি সুজয় কুমার রায়
অতঃপর থানা চত্ত্বর, ব্যারাক, হাজতখানা, থানা অস্ত্রাগার, থানা মালখানা, ডিউটি অফিসার রুম ঘুরে দেখেন এবং থানার অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন, থানার বিভিন্ন রেজিস্টার তদারকি, রক্ষণাবেক্ষণ, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি তদারকি করেন। তদারকি শেষে সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রম শেষে পুলিশ সুপার মহোদয় পরিদর্শন বহিতে মতামত লিপিবদ্ধ করেন।
এছাড়া পুলিশ সুপার বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে বোদা থানা প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপন করেন।

বার্ষিক পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লাইলা, অফিসার ইনচার্জ, বোদা থানা, সুজয় কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত), মোঃ আবু মুসা সরকার, বোদা থানায় কর্মরত সকল এসআই সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্সবৃন্দ

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন