বীর মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক স্মৃতি পাঠাগার স্থাপন নেত্রকোনা জেলা,

- আপডেট সময় : ১১:৩২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ৫১ বার পড়া হয়েছে

রিপোর্ট, মুকলেছ উদ্দিন
২০/০৫/২০২৩ই রোজ শনিবার আমন্ত্রিত হলাম আমার বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম হিরো একই সাথে।
যে বাসায় আমন্ত্রিত হলাম। বীর মুক্তিযোদ্ধা আবু আক্কাস সাহেবের বাসা। যেথায় মুক্তিযোদ্ধা পরিবার বললেও চলে। উপস্থিতিতে আমি খুব আনন্দ পেলাম। সেখানে উপস্থিত হলেন বীরপ্রতি আইয়ুব আলী ভাই। বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। বীর মুক্তিযোদ্ধা আরসুজ্জামান খান। বীর মুক্তিযোদ্ধা রঞ্জু আহমেদ। বিশেষ সম্মানী ব্যক্তি প্রফেসর ননী গোপাল সরকার। উপস্থিত ছিলেন যিনি আবু সিদ্দিক স্মৃতি পাঠাগার বাস্তবায়নের নকশার দীর্ঘদিন ধরে স্বপ্নে জাল বুনে আসছিলেন । সেই কষ্টের মিষ্টি ফল আজ বাস্তবে রূপরেখা আঁকা হল। তিনি ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরী। তার উক্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। ও প্রতি উপজেলায় শাখা গঠন করার সিদ্ধান্ও সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। আরো অনেকের উপস্থিতির আশা ছিল ।কিন্তু দুঃখের বিষয় বীর মুক্তিযোদ্ধা আওয়াল খানের মৃত্যুতে অনেকেই উপস্থিত হতে পারেন নাই।পরিশেষে সভা মুলতবি ঘোষণা করা হয়।