পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় এবং দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের আটক করা হয়েছে।রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত জেলার তেঁতুলিয়া ও দেবীগঞ্জ উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রোববার দুপুরে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী ও দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: তেঁতুলিয়ার আজিজনগর এলাকার জামায়াতের কর্মী জয়নাল আবেদীন ও আব্দুল লতিফ। অপরদিকে দেবীগঞ্জের বিএনপির কমরেস আলী।
উল্লেখিত দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি)
বলেন, ‘বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। এর ধারাবাহিকতায় নাশকতাসহ পূর্বের দায়ের করা বিভিন্ন মামলায় বিএনপি-জামায়াতের এ তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’