মোঃ জাকির হোসেনের স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখার উদ্যোগে
১৮ আগস্ট (শুক্রবার) রাত ৮ঘটিকায় জুড়ীতে বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশন জুড়ী উপজেলা শাখা কর্তৃক তিনজন প্রবাসীদের সংবর্ধনা প্রদান করে।
ফাউন্ডেশন’র মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন’র সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক ও ফাউন্ডেশন’র জুড়ী উপজেলা শাখার উপদেষ্টা নাট্যজন ও কবি মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশন’র মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা আসাদ উদ্দিন ময়না, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাকিম ইমন।
সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি সাজু আহমদ, কার্যকরী সদস্য খোকন মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আয়জুল ইসলাম আপন।
আরোও বক্তব্য রাখেন ফাউন্ডেশনের জুড়ী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক জহির আহমদ প্রমূখ।
এতে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের জুড়ী উপজেলা শাখার সহ-সভাপতি মনু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজার আলম সম্রাট, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ-সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ সাব্বির, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকশ্রীকান্ত বিশ্বাস, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মিঠুন দাস, কার্যকরী সদস্য আয়াজ আলী, রমজান আলী, কামরুল ইসলামসহ ফাউন্ডেশনের অনেকে।
পরিশেষে, অতিথিবৃন্দ সংবর্ধিত অতিথি কাতার প্রবাসী সাজু আহমদ ও খোকন মিয়া এবং ফ্রান্স প্রবাসী বেলাল আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।