সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

ফেরার পথে হামলার শিকার রেলমন্ত্রীর পুত্র যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ

পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম

 

বোদা উপজেলায় একটি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন শেষে ফেরার পথে ছাত্রলীগের বিক্ষুদ্ধ নেতাকর্মীদের মাধ্যমে হামলার শিকার হয়েছেন পঞ্চগড় -২ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পুত্র ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার কৌশিক নাহিয়ান নাবিদ। এ ঘটনায় বোদা উপজেলা ছাত্রলীগের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ সময় রেলমন্ত্রীর পুত্রের ব্যবহৃত গাড়ির কাঁচ ভেঙ্গে ফেলে বিক্ষুদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। গত রোববার (১ অক্টোবর) রাত সাড়ে ১২ টায় উপজেলার পাঁচপীর ইউনিয়নের বৈরাতী উচ্চ বিদ্যালয়ে মাঠে এই হামলার ঘটনা ঘটে।

পরে আহতদের মধ্যে ১৪ জন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। এর মধ্যে ৯ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন, ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং একজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতরা হলেন বোদা পৌর এলাকার আব্দুল গাফফার (১৯), মোমিন (২০), মুন্না (২২), সুজন (২৭), মশিউর রহমান (২৪), সাম্য (২৫), হাবিবুর রহমান (২৩), মামুনুর রশিদ (২১), ফিরোজ আলম (২৫), সিফাত (২২), রিপন (২৭), সিফাত (১৮), মুসা (১৮) এবং শামিম হোসেন (২৫)।

এদিকে হামলার শিকার হয়ে রেলপুত্র ব্যারিস্টার কৌশিক হামলার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন। অভিযোগ করেন পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয়ের নেতৃতে হামলার ঘটনা ঘটে।

পোস্টে তিনি লিখেন, আজকে পাঁচপীর ইউনিয়নের ছাত্রলীগের সম্মেলন শেষে ফেরারা পথে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয়ের নেতৃত্বে মারুফ, মুন্না এবং অন্যান্যরা আমার এবং আমার সাথে আগত নেতাকর্মীদের উপর ছাত্রলীগের কিছু নেতাকর্মী হামলা করে। এতে আমার গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে যায় এবং অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এবিষয়ে –

জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা বলেন, উপর হামলার ঘটনাটি শুনেছি। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন