প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয়কে সংবর্ধনা দিলেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি,

- আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

মোঃকামরুজ্জামান মিন্টু, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকী মহোদয় ময়মনসিংহ জেলা জজ কোট প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ ও সিজিএম কোট প্রাঙ্গনে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন এবং আদালত প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এরপর
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রধান বিচারপ্রতি হাসান ফয়েজ সিদ্দিকীর সংবর্ধনা অনুষ্ঠান ময়মনসিংহ টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান,হাইকোর্ট বিভাগের বিচারপতি মো জাকির হোসেন, বিজ্ঞ রেজিস্ট্রার জেনারেল মো গোলাম রব্বানী, ময়মনসিংহ জেলা কোটের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মমতাজ পারভিন,
জেলা প্রশাসক মোহাম্মদ মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মাসুম আহমেদ ভুইয়া, বিজ্ঞ পিপি এডভোকেট বীরমুক্তিযোদ্ধা কবির উদ্দিন ভুঁইয়া, সিনিয়র আইনজীবী এডভোকেট জহিরুল হক খোকা, সিনিয়র আইনজীবী এডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান প্রমুখ।