প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফর শেষে দেশে পৌঁছান,

- আপডেট সময় : ০১:০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

মোঃ শাহাদাত হোসেন,ষ্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাপান সরকারের আমন্ত্রণে জাপান যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য সফর শেষে আজ সকালে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক। সড়ক ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের । এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ। তিন বাহিনীর প্রধানসহ আওয়ামী লীগের নেত্রীবৃন্দরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা ও সাগত জানান। বিমানবন্দরের রাস্তা দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ফুল দিয়ে অভ্যর্থনা জানান আওয়ামীলীগের নেতা কর্মী বৃন্দসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন আমার এই সফর ফলশ্রুত হয়েছে। খুব তাড়াতাড়ি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত সব জানানো হবে। তারপর তিনি আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ও কর্মীদের হাত নেরে শুভেচ্ছা জানান। এবং অত্যন্ত ধীরগতিতে তার গাড়ি গণভবনের দিকে রওনা দেয়।