মোঃ শাহাদাত হোসেন স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশেষ পরমাণু বিজ্ঞানী ড.ওয়াজেদ মিয়ার ১৪ তম মৃত্যুবার্ষিকী পালিত হলো আজ। বাংলাদেশ বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ঢাকা প্রেসক্লাবের তৃতীয় তলায় ড. ওয়াজেদ মিয়ার স্মরণে এক আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। মতিয়া চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এনামুল হক শামীম। উক্ত স্বরণ সভায় সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মাহবুব হোসেন। বক্তব্য রাখেন সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রোকনুদ্দিন পাঠান। আরো বক্তব্য রাখেন উক্ত সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।