পরকীয় জেনে ফেলায় ছেলেকে হত্যা মৃত্যু দন্ড প্রাপ্ত মা গ্রেফতার। চাঁদপুর হাইম উপজেলার দক্ষিণ আলগি গ্রামে মায়ের পরকীও কথা ছেলে আরিফ হোসেন জেনে ফেলায় পরকীও প্রেমিকের সহতায় ছেলেকে কুপিয়ে হত্যা করেন মা খুকি বেগম পঞ্চাশ। এই ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করে আদালত তাকে মৃত্যু দন্ড দেন। এরপর থেকে তিনি পালিয়ে ছিলেন দীর্ঘদিন পর তাকে ফরিদপুর পৌরসভার বৈঠাখালি এলাকা থেকে গ্রেপ্তার ককরেছে র্যাব ১০ ফরিদপুর এই টিমকে সহযোগিতা করেছেন র্যাব ১১ শুক্রবার ১১ই নভেম্বর বিকালের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাবের দশের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক কে এম শাইখ আক্তার ২০১৫ সালের ১৮ই নভেম্বর এই ঘটনা ঘটে।