শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড় ২০০০ (দুই হাজার) পিস নেশাজাতীয় ইনজেকশন এ্যাম্পুল সহ ০২ জনকে আটক করেছে ডিবি পুলিশ

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

 

পঞ্চগড়ে মাইক্রোবাসে দুই হাজার পিস নেশা জাতীয় ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক ডিবি পুলিশ
পঞ্চগড় ২০০০ (দুই হাজার) পিস নেশাজাতীয় ইনজেকশন এ্যাম্পুল সহ ০২ জনকে আটক করেছে ডিবি পুলিশ।গত শনিবার ০৪/১১/২০২৩ খ্রিঃ
পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তার অফিস কক্ষে ডিবি পুলিশ, ২০০০ (দুই হাজার) পিস নেশাজাতীয় ইনজেকশন এ্যাম্পুল সহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক ঘটনাকে কেন্দ্র করে প্রেস ব্রিফিং করেন।

পুলিশ পরিদর্শক , মোঃ মোজাফ্ফর হোসেন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড় সাহেবের নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ মিজানুর রহমান, সঙ্গীয় এসআই (নিঃ)/মোঃ আসাদুজ্জামান, এএসআই/উমর ফারুক, এএসআই/ মোঃ মোসাররফ হোসেন, এএসআই/ নয়ন দেবনাথ কং/ ৪১২ মোঃ মাইজুল হক, বাং/ ২৫৬ মোঃ রাসেল ইসলাম, কং/৩৩৪ মোঃ আল- মেহেদী হাসান সকলে জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়, সদর থানা এলাকায় মোটর সাইকেল যোগে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে রওনা হয়। অভিযান পরিচালনাকালে পঞ্চগড় শহরস্থ ধাক্কামারা মোড়ে অবস্থান করা কালীন তারিখ ০৪/১১/২০২৩ খ্রিঃ ১৮.৩০ ঘটিকার সময় এসআই (নিরস্ত্র)/ মোঃ মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রংপুর হইতে একটি সবুজ ও সিলভার রংয়ের মাইক্রোবাস যোগে যাত্রীবেশে কৌশলে নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (এ্যাম্পুল) নিয়ে বোদা পার হয়ে পঞ্চগড় শহরের উদ্দেশ্যে আসছে। উক্ত সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়কে অবগত করে এবং তার নির্দেশ মোতাবেক সঙ্গীয় অফিসার ফোর্সসহ একই তারিখ ১৮.৪০ ঘটিকার সময় পঞ্চগড় পৌরসভাস্থ ৭ নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামস্থ পঞ্চগড় হইতে বোদাগামী টার্মিনাল সংলগ্ন বিসিক মাঠের সামনে মহাসড়কের উপর চেকপোষ্ট পরিচালনা করেন। মাইক্রোবাসটি ইং ০৪/১১/২০২৩ খ্রিঃ ১৯.১০ ঘটিকার সময় তাদের সামনে আসলে মাইক্রোবাসটিকে থামানোর সংকেত দিলে মাইক্রোবাসটি থামায়।

অতঃপর তাদের দেহ তল্লাশী করানো হয়। তল্লাশীকালে মাইক্রোবাসটির সামনে ড্রাইভারের সিটের পাশে যাত্রীবেশে বসে থাকা ব্যাক্তি ১। মোঃ শাহিন ফেরদৌস (৩৮), পিতা- সিরাজ উদ্দিন, মাতা- আমিনা বেগম, সাং-উত্তর দর্জিপাড়া, পোঃ- ধাক্কামারা, থানা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়, বর্তমান ঠিকানা- সাং- বিহারী পাড়া, ধাপ রংপুর ওয়ার্ড নং ০৩(তিন) ব্লক ০৮, আরপিএমপি, রংপুর দুই পায়ের মাঝখানে একটি বড় সাদা প্লাষ্টিকের বাজারি ব্যাগ ধরে বসে আছে। উক্ত ব্যাগ তল্লাশি করে মোট ১০ (দশ) টি লাল রংয়ের শপিং ব্যাগের ভিতরে প্রতিটিতে ১০০ টি করে Easium নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (কাচের এ্যাম্পুল), যার প্রতিটির ওজন তরল পদার্থ মিশ্রিত diazepam 10 mg in 2ml করে মোট ওজন (02 x 1,000 ) = ২,০০০ মিলি, (২ লিটার) মূল্য অনুমান (১,০০০ x ২০০) = ২,০০০০০/- (দুই লক্ষ) টাকা, ও ১০০টি করে PHENEREX INJ নেশা জাতীয় মাদকদ্রব্য ইনজেকশন (কাচের এ্যাম্পুল) যার প্রতিটির ওজন তরল পদার্থ মিশ্রিত Promethazine hydrochloride BP 50 mg in 2ml করে মোট ওজন (০২ x ১,০০০) = ২,০০০ মিলি, (দুই লিটার), মূল্য অনুমান (১,০০০ x ২০০) = ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, সর্বমোট ওজন (০২x২,০০০) = 8,000 মিলি, (চার লিটার), মোট মূল্য (২,০০,০০০ ২,০০০০০) = 8,00,000/- (চার লক্ষ) টাকা, ও একটি পুরাতন ব্যাবহৃত সবুজ ও সিলভার রংয়ের মাইক্রোবাস, যার সামনের গ্লাসের উপর ইংরেজীতে TOYOTA ও গাড়িটির সামনে পিছনে নম্বর প্লেটে রেজিঃ নং ঢাকা মেট্রো-চ-৫১-৫৬০৮ লেখা আছে, যার চেসিস নং- CR42-0007010, ইঞ্জিন নং অষ্পষ্ট মুল্য অনুমান ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা সহ সর্ব মোট মূল্য (৪,০০,০০০x ৬,০০,০০০)=১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা, এবং ধৃত ব্যাক্তি ২। মোঃ সোহেল রানা (২৪), পিতা- মোঃ আঃ আজিজ, সাং- চাত্রাডাঙ্গা, থানা-পঞ্চগড় সদর ও জেলা- পঞ্চগড় এর দেহ তল্লাশী করে উদ্ধার করেন।আসামীদ্বয় নেশা জাতীয় ইনজেকশন(এ্যাম্পুল) বিক্রয়ের সক্রিয় সদস্য বলে জানা যায়। উক্ত ধৃত আসামীদ্বয় নেশা জাতীয় ইনজেকশন (এ্যাম্পুল) পরস্পর যোগসাজসে একে অপরের সহযোগিতায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে বহন করে। তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন