পঞ্চগড় জেলা প্রতিনিধি-মোঃখাদেমুল ইসলাম “
পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে পঞ্চগড়-১ আসন। এ আসনে মনোনয়ন পেতে সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্রে লবিং-গ্রুপিংয়ের পাশাপাশি নির্বাচনি এলাকায় পৃথকভাবে গণসংযোগও করছেন।
পঞ্চগড়-১ আসনে আগামী জাতীয় সংসদ দ্বাদশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কৃষকলীগের কেন্দ্রীয় সহসভাপতি আব্দুল লতিফ তারিন। তিনি ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তেঁতুলিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি ১৯৮৬ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ঢাকার মিরপুর থানা আওয়ামী যুবলীগের সহসভাপতি ছিলেন। ১৯৯০ সালে প্রথমবারের মতো কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন তিনি। এরপর কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম-সাধারণ সম্পাদক হন। বর্তমানে টানা চতুর্থবারের মতো কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে যাচ্ছেন।
আব্দুল লতিফ তারিন উত্তরাঞ্চলে মাঠে-ময়দানে কৃষকলীগের কার্যক্রম পরিচালনার পাশাপাশি দলকে সুসংগঠিত করতে অনন্য ভূমিকা পালন করছেন। মহামারী করোনার সময় তিনি নিজের জীবন বাজি রেখে অসহায় গরিব মানুষকে সহযোগিতা করেছেন। এ ছাড়া তিনি বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতিও । এ বন্দরে তিনি অনেক বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।আব্দুল লতিফ তারিন ১৯৬২ সালে তেঁতুলিয়া উপজেলার আজিজনগর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
আব্দুল লতিফ তারিন বলেন, ২০২৪ সালের নির্বাচন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চগড়-১ আসনটি আবারো যেন উপহার দিতে পারি সে জন্য আমরা কৃষকলীগ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ যৌথভাবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। যদি শেখ হাসিনা আমাকে পঞ্চগড়-১ আসনের মনোনয়ন দেন তাহলে পঞ্চগড়ের মানুষকে সাথে নিয়ে নৌকার বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।