মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

পঞ্চগড় বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়া- পুজা উপ লক্ষে পুলিশের ব্যাপক নিরাপক্তা প্রস্তুতি,

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-

 

 

পঞ্চগড় জেলার বোদা উপজেলা বদেশ্বরী মন্দিরে মহালয়া পুজা উপলক্ষে সকল নিরাপক্তাসহ ডিউটি তদারকি করেন পঞ্চগড় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

শনিবার ১৪/১০/২০২৩ খ্রিঃ বোদা থানাধীন ৫নং বড়শশী ইউপি এলাকার বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে মহালয়া- ২০২৩ এর অনুষ্ঠানে উপস্থিত হইয়া মন্দির চত্বর, স্নানঘাট, ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের করতোয়া নদী পথে নৌযোগে পারাপারের জন্য বদেশ্বরী ও মাড়েয়া ঘাটে উপস্থিত হইয়া ঘাট পরিদর্শন সহ ডিউটি তদারকি করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন ও অর্থ) এস.এম. সফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস।
এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা, অফিসার ইনচার্জ বোদা থানা, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন