মো: খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা
পঞ্চগড়ের তেঁতুলিয়ার দেবনগরে নামাযের ওযু করতে গিয়ে ওমর ফারুক (১৬) নামের এক দশম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার দেবনগরের গনিপাড়ায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের মজিবুল ইসলামের ছেলে।
বিকেলে স্থানীয় দেবনগর ইউপি চেয়ারম্যান সোলেমান আলী বিদ্যুত স্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে জানান, নিহত ওমর ফারুক আসরের নামায পড়ার উদ্দেশে টিউবওয়ে ওযু করতে যায়। টিউবওয়েলের সাথে মোটর পাম্পের তার কিছুটা ছেঁড়া থাকায় তা টেপ লাগাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ফারুক। সে বোদা ময়নাগুড়ী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
তেঁতুলিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, বিকেলে নিহত ওমর ফারুক বিল্লাল আসরের নামায পড়ার লক্ষে ওযু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।
পঞ্চগড়।
২৭ অক্টোবর/২৩