পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
পঞ্চগড়ে আসন্ন শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত ভার্চুয়ালি সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার ২৬ সেপ্টম্বর বিকাল ০৩.টা বাংলাদেশ ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সে আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৩ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় পুলিশ হেডকোর্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ইউনিট প্রধান ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত আসন্ন শারদীয় দূর্গাপুজা ২০২৩ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন পুলিশ সুপার পঞ্চগড় , এস, এম, সিরাজুল হুদা পিপিএম সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ