পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম-
দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচিতে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে পঞ্চগড় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৫/১১/২০২৩ খ্রিঃ দুপুর ০১.০০ টায় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের চত্বর থেকে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সাথে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে জেলায় এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।
যৌথ মহড়াটি বিভিন্ন ডিউটি পোস্ট, চেকপোস্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্ট (রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ইত্যাদি) পরিদর্শন করেন।
এ সময় পুলিশ সুপার ও জেলা প্রশাসক পঞ্চগড় জেলার কোথাও যেন কোন অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব না হয় সেজন্য ডিউটিতে নিয়োজিত জেলার অফিসার ও ফোর্সদের পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সাথে ডিউটি পালনের নির্দেশনা প্রদান করেন।
যৌথ মহড়ায় জেলা পঞ্চগড়
প্রশাসক , মোঃ জহুরুল ইসলাম, পুলিশ সুপার পঞ্চগড় এস, এম, সিরাজুল হুদা পিপিএম, ১৮ বিজিবি ক্যাম্পের অধিনায়ক, জেলা আনসার কমান্ডেন্ট সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিবি ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।