পঞ্চগড় দেবীগঞ্জ ১০০ (একশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ,

- আপডেট সময় : ০৮:১৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড় দেবীগঞ্জ ১০০ (একশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে সোহেল( ২৯) নামে আটক করেছে ডিবি পুলিশ।
গত শনিবার (২৬ আগষ্ট) পঞ্চগড় রাতে ডিবির পুলিশের অভিযানে এসআই / মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই / লিপন কুমার বসাক, এএসআই/ মোঃ মোশারফ ও ফোর্সসহ দেবীগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া দেবীগঞ্জ থনাধীন ১নং চিলাহাটি ইউনিয়নের ভাওলাগঞ্জ বাজারে বাবার দোয়া সততা মটরস দোকানের সামনে ফাঁকা জায়গায় আসামী মোঃ সোহেল রানা (২৯), পিতা- মৃত মফিজুল ইসলাম গ্রাম- তেলিপাড়া, থানা- দেবীগঞ্জ জেলা- পঞ্চগড়কে ১০০ (একশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট সহ ইং ২৬/০৮/২০২৩ তারিখ সময় রাত্রী ২১.২০ ঘটিকার সময় আটক করা হয়। এ বিষয়ে দেবিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।