মোঃ শাহাদাত হোসেন।ষ্টাফ রিপোর্টার
নেত্রকোনা বারহাটা উপজেলার স্কুল থেকে ফেরার পথে এক ছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। মঙ্গলবার উপজেলার বাওসি ইউনিয়নের প্রেমনগর সালিপুর গ্রামে দুপুর তিনটার দিকে এ ঘটনা ঘটে। বলে বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা জানান। স্কুল ছাত্রী মুক্তারাণী বর্মন ঐ গ্রামের নিখিল চন্দ্র বর্মনের মেয়ে এবং প্রেমনগর সালিপুর উচ্চ বিদ্যালয় দশম শ্রেণীর ছাত্রী। পারিবারিক স্বজন ও প্রত্যক্ষদর্শীরা বরাত দিয়ে পুলিশকে জানান মুক্তা বিদ্যালয় ছুটির পরে তার দুই বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে একই গ্রামের মোঃ কাওসার মিয়া। অতর্কিতভাবে দেশী অস্ত্র সহ মুক্তার উপর হামলা চালায় এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বারহাট্টা উপজেলা কমপ্লেক্সে চিকিৎসক কর্মকর্তা সাইদুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য মুক্তাকে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন বিকাল পাঁচটায় মুক্তার মৃত্যু হয়। নাম না প্রকাশ করা সত্ত্বে একজন ফোনে জানান হত্যাকারী এক প্রভাবশালী ব্যক্তির ছেলে এবং বখাটে সে বিভিন্ন সময় মুক্তাকে স্কুলে যাবার পথে বিরক্ত করতো। এ বিষয় নিয়ে হত্যাকারী বাবাকে বলার পরেও কোন সুরহ হয়নি বরঞ্চআরো ক্ষিপ্ত হয়ে এই হত্যাকাণ্ড সংগঠিত করে। ওসি খোকন কুমার বলেন হত্যায় জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান শুরু হয়েছে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে, মামলার প্রতিক্রিয়া চলছে।