শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নিষিদ্ধ পলিথিন শপিংব্যাগ মজুদ বিক্রি দায়ে জরিমানা,

পঞ্চগড় জেলা প্রতিনিধি-মোঃখাদেমুল ইসলাম

 

 

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজার নামক এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয় করার অপরাধে
মনিটরিং ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার ২১ সেপ্টম্বর বিকেলে চৌরাস্তা বাজারে

অভিযানে নেতৃত্ব দেন তেতুলিয়ায় উপজেলা সহকারী কমিশনার( ভুমি) অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মাহমুদুল হাসান
প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে

অভিযানে তৃপ্তি বেকারী দোকান হতে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং নগদ ৩০০০/-(তিন

হাজার ) টাকা জরিমানা ধার্য্যপূর্বক আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে তেঁতুলিয়া মডেল থানার পুলিশের
একদল সদস্য সক্রিয়ভাবে সহযোগিতা করেন। অবৈধ পলিথিন শপিং ব্যাগ মজুদ ও বিক্রয়ের বিরুদ্ধে তেতুলিয়ায় উপজেলা কমিশনার (ভুমি) প্রশাসনের
পক্ষ হতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন