‘সংবাদ সংগ্রামে প্রতিদিন’ —স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করলো নিউজ পোর্টাল ‘সংবাদ এক্সপ্রেস’। ২১ ফেব্রুয়ারি ২০২২ বিকাল ৪টায় সংবাদ এক্সপ্রেসের নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘সংবাদ এক্সপ্রেস’-এর সম্পাদক হিসেবে আছেন হাফেজ রশিদ আহমদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্য-প্রযুক্তির বর্তমান যুগে অনলাইন মিডিয়ার ব্যাপক প্রসার ঘটেছে, যা অত্যন্ত জনপ্রিয়। মানুষের ব্যস্ততম জীবনে সর্বদা সংযুক্ত থাকার জন্য অনলাইন মিডিয়াগুলো খুবই কার্যকর। প্রতিযোগিতার এ সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ ও তথ্য সরবরাহের মাধ্যমে সংবাদ এক্সপ্রেস গণমাধ্যম জগতে স্থান করে নিবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।অনুষ্ঠানে অতিথিরা সংবাদ এক্সপ্রেস ডট কম নিউজ পোর্টালের শুভ উদ্বোধন ঘোষণা করার পাশাপাশি এর ভবিষ্যৎ সফলতা কামনা করেন।
সংবাদ এক্সপ্রেস ডট কম নিউজ পোর্টালের সম্পাদক হাফেজ রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।