নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের বরণ ও দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারের বিদায় সংবর্ধনা,

- আপডেট সময় : ০২:২৯:১২ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

মোঃ জাকির হোসেন স্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা পুলিশের সদর সার্কেলের নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনকে বরণ এবং অত্র জেলার দুই শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সকালে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)
সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষানবিশ সহকারী পুলিশ জনাব ওয়ালিদুল ইসলাম এবং তপন সরকারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী দুই সহকারী পুলিশ সুপারকে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট এবং শুভেচ্ছা উপহার তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার)
এসময় মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ উপস্থিত ছিলেন।