শনিবার, ২ ডিসেম্বর ২০২৩

নগদ ২১লাখ ২৫হাজার টাকা সহ মাদক ব্যবসায়ী আটক।

মোঃ শাহাদাত হোসেন ষ্টাফ রিপোর্টার

 

 

ঝিনাইদর মহেশপুর থেকে ২১লক্ষ ২৫হাজার টাকা সহ বিপুল পরিমাণ মাদক আটক করেছে মহেশপুর থানার পুলিশ। এসময় দুজনকে আটক করা হয়েছে,রোববার পহেলা অক্টোবর রাতে উপজেলা গুড়োদহ বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হচ্ছে মাসুম মোড়ল, ও ইমরান। সোমবার ২অক্টোবর দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার এর কার্যালয় আজিউল আহসান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মাদকবিরোধী অভিযানে ঝিনাইদহ গুরুদহ বাজারে চেকপোস্ট বসানো হয় তখন অন্য দিক থেকে একটি মাইক্রোবাস দ্রুত চেক পোস্ট অতিক্রম করা কালীন সময়ে পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে আটক করে, এবং জিজ্ঞাসাবাদ গাড়ির পিছনের বক্স হতে তিনটি বস্তা উদ্ধার করা হয় যার ভিতরে। ৪০০৬ বোতল ফেনসিডিল ও মাইক্রোবাস গাড়ি সহ ২১লক্ষ ২৫হাজার টাকা মূল্যের মাদক আটক করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন