সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

দেবীগঞ্জ জুয়ার আসর হতে ০৮ জন জুয়াড়িকে আটক করা হয়েছে,

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম,

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানা পুলিশের
এসআই(নিঃ)/মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় এসআই/ এ.কে.এম মঈন উদ্দীন, এসআই/মোঃ ইয়াকুব আলী, এসআই/মোঃ জিয়াউল হক, এসআই/মোঃ কামাল উদ্দিন, এএসআই/মোঃ আবুল কালাম আজাদ, এএসআই/মোঃ রাসেদুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সসহ ১২/১০/২০২৩ খ্রিঃ দেবীগঞ্জ পৌরসভাস্থ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাইক্রোবাস স্ট্যান্ড এর অফিস অভিযান পরিচালনা করে ১। মোঃ আব্দুল লতিফ(৪২), গ্রাম-দেবীগঞ্জ কামাতপাড়া, ২। মিঠুন শর্মা(৩৭), গ্রাম-দেবীগঞ্জ সাহাপাড়া, ৩। মোঃ হাকিম উদ্দীন(৩৫), গ্রাম-দেবীগঞ্জ উত্তরপাড়া, ৪। মোঃ স্বাধীন ইসলাম(২৭), গ্রাম-নতুনবন্দর, ৫। মোঃ মামুন ইসলাম(৩১), গ্রাম-দেবীগঞ্জ পাটোয়ারীপাড়া, ৬। মোঃ চাইনুল ইসলাম@চয়ন(৩৮), গ্রাম-থানাপাড়া, ৭। মোঃ মামুন পারভেজ(৩২), গ্রাম-মধ্যপাড়া, সকলেই দেবীগঞ্জ পৌরসভা, ৮। মোঃ শহিদুল ইসলাম(৪০), গ্রাম-পেড়ালবাড়ী, ৯নং দেবীডুবা ইউপি, সকলের থানা-দেবীগঞ্জ, জেলা-পঞ্চগড়কে জুয়ার বোর্ড হতে হাতে নাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থলে জুয়া খেলার বোড হইতে ১। নগদ-৭,৮৪১/- (সাত হাজার আটশত একচল্লিশ) টাকা, ২। জুয়া খেলার তাস ০২ (দুই) বান্ডিল-১০৪ (একশত চার) টি বিধিমোতাবেক জব্দ করা হয়।
উক্ত বিষয়ে বাদী এসআই হোসেন এজাহার দায়েরের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ সাহেব ১৮৬৭ সালের জুয়া আইনের নিয়মিত মামলা রুজু করেন ।
আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন