সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

তেতুলিয়ায় সড়ককে ইজিবাইক চালকের অবরোধ-,

পঞ্চগড় জেলা প্রতিনিধি

 

 

এক ইজিবাইক চালককে
মারধরের প্রতিবাদে পঞ্চগড় তেতুলিয়ায়
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে অটো- চলকেরা মঙ্গলবার (২৬ সেপ্টম্বর)
সকাল ১১টায় কালিন্দী গঞ্জ রবিন্দ্র নাথ স্বরণী সামনে সাধারণ অটো চালক সমিতি ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সড়কের দুই পাশে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভজনপুর হাই পুলিশের বিরুদ্ধে মারপিটের ঘটনায়
জড়িতদের শাস্তি না দাবীতে ইজিবাইক চালুকরা আন্দোলন করার কথা জানান,

তবে আন্দোলন চলাকালীন অটো চালকদের
সড়ক ছেড়ে দেয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেয়। এমনকি তারা কয়েকজন চালকদের মারপিট টেনেহিঁচড়ে অটো নিয়ে চলে যান বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে হাই ওসি মোঃ জাকির হোসেন
কোনো কথা বলতে রাজি হননি।
পরে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
খবর পেয়ে ঘটনাস্থল ছোটে যান পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তা,তেতুলিয়া উপজেলা আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, শালবাহান ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ আরো অনেকে। পরে

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে প্রায় তিন ঘণ্টা পর সড়ক থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করা হয়। এ বিষয়ে

তেতুলিয়ায় মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী বলেন, অটো চালকদের সাথে হাই পুলিশের অটো নিয়ে
সড়কে অবরোধ করেন এখন স্বাভাবিক রয়েছি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন