মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩

তেতুলিয়ায় মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক শিশু মৃত্যু

পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম

 

পঞ্চগড়ে তেতুলিয়ায় মহা সড়ক দুর্ঘটনায় পাথর ভর্তি একটি ট্রাকের ধাক্কায় মোছাঃ মিম ৪বছর নামে এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার ১৮ নভেম্বর
সকালে তেতুলিয়া খয়খাট পাড়া নামক এলাকায় এ ঘটনাটি।তেতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউপির অন্তর্গত ৯ নং ওয়ার্ড কাটাপাড়া পাড়া
গ্রামের বাসিন্দা মোঃ আবু বক্কর কন্যা সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী জানান, তেতুলিয়ায় উপজেলার
তিরনই হাট ইউনিয়নের খয়খাট পাড়া তার নানান বাড়িতে তার মা সহ বেড়াতে আসে পরে মহসড়কে
একটি দ্রুত গামী ট্রাক তাদের ধাক্কা দেয় এতে শিশু গুরুতর ভাবে আহত হয়।পরে দুর্ঘটনা স্থান থেকে শিশুকে উদ্ধার করে তেতুলিয়ায় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে শিশু কে কর্তব্যরত চিকিসৎক রংপুরে মেডিকেলে রেফার্ড করলে পথের মধ্যে মারা য়ায়।
এব্যাপারে তেতুলিয়ায় ভজনপুর হাইওয়ে ফাড়ি
থানায় পুলিশ মোঃ জাকির হোসেন সত্যতা নিশ্চিত জানান, গাড়ি যাহার নং ঢাকা মেট্রো ঢ- ৮৪ -০৪১৪ আটক করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।

তেতুলিয়ায় বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ তারেক হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত শিশুটি পথির মধ্যে মৃত্যু হয়েছে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন