পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় উপজেলা চৌরাস্তা বাজারে
মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর শুভ উদ্ধাধন করা হয়েছে।
গত শনিবার ৭ অক্টোবর বিকালে চৌরাস্তা বাজার নিউ খন্দকার মার্কেটে সামনে এ হোটেল উদ্ধোধন করা হয়। উদ্ধোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন,চৌরাস্তা বাজার নিউ
মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট প্রোপ্রাইটার মোঃ আবু তালেব,বাবু, নিউ খন্দকার মার্কেট মালিক মোঃ খন্দকার আমিনার রহমান, মোঃ হাবিবুর রহমান,সহ বিভিন্ন চৌরাস্তা বাজারের ক্ষুদ্র ব্যবসাহীগন,হোটেল উদ্ধোধন উপলক্ষএ বিশেষ দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেন। তেতুলিয়া চৌরাস্তা নিউ মার্কেট মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট মালিক আবু তালেব বাবু জানান, তার হোটেলে রয়েছে, আধুনিক
মানের রুচি সম্মত বিরানি খিচুরি, ভাত রুটি মাছ, মাংশ ইত্যাদি। এছাড়াও পর্যটকদের জন্যে বিশেষ ছাড় ব্যবস্থ। তেতুলিয়ায় চৌরাস্তা বাজারে খাবার
জনপ্রিয় একটি মক্কা হোটেল এন্ড রেস্টুরেন্ট, পর্যটকদের জন্যে
পরিচ্ছন্ন ও দক্ষ কর্মী দিয়ে উন্নত মানের রুচি সম্মত বিরানি খিচুরি, ভাত রুটি মাছ, মাংশ ইত্যাদি বিক্রি ও বিশেষ
লাল চা এবং গরুর খাটি দুধ দিয়ে চা বিক্রি সরবরাহ করা হয়।