তেতুলিয়ায় ভজনপুরে এক মসজিদ ইমামের বিরুদ্ধে মানববন্ধন ও জুতা মিছিল,

- আপডেট সময় : ১০:৫৩:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি-
পঞ্চগড়ে তেতুলিয়ায় উপজেলায় ভজনপর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষদের সাথে অভিনব কায়দায় প্রতারণা করে প্রায় ৪০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে প্রতারনা করায় মৌলবী আতিকুর রহমান (৪০) নামে এক মসজিদের ইমাম বিরুদ্ধে এ ঘটনায় ওই এলাকাবাসি
গ্রেফতার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।আজ রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মালিগছ এলাকায় ভুক্তভোগী ২০টি পরিবার এই মানববন্ধন করে। এসময় আতিকুরের গ্রেফতারের দাবী করা হয়।
স্লোগান দেন তারা
। পরে মানববন্ধন শেষে ভুক্তোভোগীরা ঝাড়ু ও জুতা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেছে।
ভুক্তভোগীরা অভিযোগে বলেন, দেড় বছর আগে তথ্য গোপন করেন। নিজের মিথ্যা পরিচয় দিয়ে একটি মসজিদে ইমামের চাকুরী নেন। ওরে ইমামতির পাশাপাশি অভিযুক্ত মৌলবী আতিকুর নিজের অসুস্থ্যতার, ব্যাবসায়ীক কার্যক্রমে সহায়তা চেয়ে ও সুদের মাধ্যমে অতিরিক্ত টাকা দেয়ার প্রলোভন,কয়েকটি বিকাশ এজেন্টে কৌশলে লেনদেন করে টাকা হাওলাদ ও মসজিদের দানের টাকাসহ গ্রামের সাধারণ মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে মসজিদে যোগদানের দেড় বছরে প্রায় ৪০ লক্ষ টাকা নিয়ে গত ৪ সেপ্টেম্বর রাতের আধাঁরে পালিয়ে যায় ওই ইমাম৷ এতে ভুক্তভোগীরা জীবনের শেষ সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে৷ তারা প্রতারক আতিকুরকে দ্রুত আইনের আওয়াতায় নিয়ে এসে বিচার ও তাদের টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা