রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪

তেতুলিয়ায় তিরনই হাট ইউপিতে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু

নির্দিষ্ট তারিখে ৭টি স্থানে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি

পঞ্চগড়ে জেলার তেতুলিয়ায় সুবিধাভোগীদের মধ্যে স্বল্প আয়ের মানুষদের স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিক্রয় হয়েছে।বুধবার ৮ নভেম্বর সকাল থেকে তেতুলিয়ায় উপজেলার উপজেলা একযোগে টিসিবি পণ্য সরবরাহ বিক্রয়
করা হচ্ছে। উপজেলা টিসিবি ডিলারের নাম, তেতুলিয়া চৌরাস্তা বাজার মেসার্স আলিফ ট্রেডাস প্রো, লোকমান আলী, তেতুলিয়া চৌরাস্তা মেসার্স রিপা ট্রেডাস প্রো, সাদেকুল ইসলাম,দেবনগর মেসার্স সাদিয়া ট্রেডাস প্রো, মো, আকতার হোসেন, ভজনপুরে মেসার্স সাদ এন্টারপ্রাইজ প্রো আমিনুল ইসলাম, এ ৪ জন ডিলারের মাধ্যমে ক্যালেন্ডার তৈরী করে

নির্দিষ্ট তারিখে ৭টি স্থানে এসব পণ্য বিক্রয় কার্যক্রম চলছে বলে জানিয়েছেন তেতুলিয়ায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি

প্রতি কার্ডধারী ৪৭০ টাকায় ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি মসুল ডাল ও ৫ কেজি চাউল নিতে পারছেন। উপজেলায় ৯ হাজার ৬শত
৭টি ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপজেলা ৭ টি ইউনিয়নে

টিসিবি পণ্য বিক্রির কায্যাক্রম চলছে

এর আগে পঞ্চম দফায় একই কার্ডে স্বল্পমূল্যে নির্ধারিত পণ্য বিতরণ করা হয়। তবে গত রমজান মাসে পরিবার প্রতি অতিরিক্ত হিসেবে এক কেজি চিনি ও এক কেজি ছোলা প্রদান করা হয়। গত ২১ মার্চ পঞ্চগড় জেলা তেতুলিয়ায় প্রথম পর্যায়ের টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পঞ্চগড় -১ আসনের এমপি আলহাজ্ব
মোজাহারুল হক প্রধান । এব্যাপারে তিরনই হাট ইউপি চেয়ারম্যান আলমঙ্গীর হোসেন বলেন ,স্বল্পমূল্যে টিসিবি
জনসাধারনের মধ্যে কমদামে এ পন্য পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছে আগামীতে টিসিবি যাহাতে অব্যাহত থাকে তিনি সরকারকে অনুরোধ জানান,

 

৩ নং সদর তেতুলিয়া ইউপি চেয়ারম্যান মো; মাসুদ করিম সিদ্দিক জানান, তার তেতুলিয়ায় সদর ইউনিয়নে ১হাজার ৯ শত ৪৫ জন কার্ড ধারীর সংখ্যা রয়েছে। ২লিটার সুয়াবিন তেল ৫ কেজি চাউল ও ২ কেজি মসুর (মাঝারি) ডাল ৫৭০ টাকায় বিক্রি করা হয়েছে। পণ্য সংগ্রহ সাপেক্ষে চিনি ছোলা বিক্রি করা হবে।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন