পঞ্চগড় জেলা প্রতিনিধি- মোঃখাদেমুল ইসলাম –
পঞ্চগড় তেঁতুলিয়ায় উপজেলা বিশ্ব পর্যটন দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্টিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টম্বর) সকালে ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যাগে এ পর্যটন দিবস পালিত হয়।
এতে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মীগন অংশ গ্রহন করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পরে উপজেলা হলরুমে শেষ হয়।
শোভাযাত্রায় তেতুলিয়া সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি
আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল
উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, তেতুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ
, ট্যুরিষ্ট পুলিশ ইনচার্জ সিরাজুল ইসলাম প্রমুখ।