সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

তেঁতুলিয়ায় পকেট রোডে মহাসড়কে ট্রাকচাপায় শিশু মৃত্যু,

পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম

 

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ইটবোঝাই ট্রাকের চাপায় মোঃ মাসুম বিল্লাহ (৩) নামে এক শিশু মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দেবনগড় ইউনিয়নের পাথরঘাটা গ্রামে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মাসুম একই এলাকার আসিরুল ইসলামের ছেলে।
এবিষয়ে ভজনপুর হাইওয়ে ফাড়ি ওসি মোঃ জাকির হোসেন এবং তেতুলিয়ার ৭ নং দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সলেমান আলী বিষয়টি সত্যতা শিকার করেন তিনি জানান, দৈনিক লোকালয়কে
বলেন, ‘সন্ধ্যায় আঞ্চলিক সড়কের পাশে থাকা নিজ বাড়ি থেকে বের হয় শিশু মাসুম। এ সময় ইটবোঝাই একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় স্থানীয়রা ধাওয়া করেও ট্রাকটি আটক করতে পারেনি।

থেকে আরও পড়ুন

থেকে আরও পড়ুন