মোঃ তপু শেখগোপালগঞ্জ প্রতিনিধি
১৯৪৯ সালের ৫ আগস্ট
গোপালগঞ্জের টুঙ্গীপাড়া গ্রামে পিতা শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুন্নেছার কোল আলো করে জন্ম নেয় তাদের জ্যেষ্ঠ পুত্র। পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় তিনি। বিএফ শাহীন স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
মাত্র ২৬ বছরের এক জীবন। সুদর্শন, একহারা লম্বা গড়ন। গভীর স্বপ্নময় চোখ, সদা হাস্যজ্বল। পিতার আদর্শে আলোকিত হয়ে যোগ দেন ছাত্রলীগে। সক্রিয় অংশগ্রহণ করেন ৬ দফা ও ১১ দফা আন্দোলন এবং ’৬৯-এর গণঅভ্যুত্থানে। বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতার সন্তান তিনি, জন্ম থেকেই নেতৃত্বগুণ তাঁর ধমনীতে ।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে ছাত্রসমাজকে সংগঠিত করে হাতিয়ার তুলে নিয়ে দেশমাতৃকাকে মুক্ত করার লক্ষে সক্রিয় যুদ্ধে
অংশগ্রহণ করেন। সংগঠিত করেন স্বাধীন বাংলা ফুটবল দলকে। শুধু খেলাধুলা নয়- সঙ্গীত, বিতর্ক, অভিনয়, উপস্থিত বক্তৃতা থেকে শুরু করে কোথায় ছিলেন না তিনি? সাংস্কৃতিক অঙ্গনেও ছিল তাঁর সফল পদচারণা।
তারুণ্যের প্রতিটি গুণাবলী যার মাঝে ছিল বিদ্যমান, তিনি সৃষ্টি আর শুদ্ধতার এক নাম- শেখ কামাল। জন্মদিনে তাঁর প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।