তফসিল ঘোষণার তাৎক্ষণিক প্রতিক্রিয়া সরকারি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ এ দেশে গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন। এদেশে গণতন্ত্রের নেতৃত্বে দিয়েছেন বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দীর্ঘ ৪৩ বছরের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। আজকের দিন খুব আনন্দের দিন আগামী সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনার ঘোষিত তফশিলকে স্বাগত জানাই। তফসিল ঘোষণার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারা বাংলাদেশব্যাপী মিছিল সহকারে এই তফসিল কে স্বাগত জানান।